Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ফাইল ছবি।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। এজন্য বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় সাকিব ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে আজ রাতেই যুক্তরাষ্ট্রে ফিরছেন তিনি।

সাকিব অবশ্য নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে পারতেন। এলপিএলের নিলামেও ছিলেন তিনি। কিন্তু বিসিবি এ মুহূর্তে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই এলপিএলে যাওয়ার অনাপত্তিপত্র দেবে না। তাই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে সাকিব।

এরআগে প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব।
গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।

Exit mobile version