Site icon Jamuna Television

সিরাজগঞ্জে ফের যমুনার পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জে ফের যমুনার পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা

ভারি বৃষ্টি এবং উজানের ঢলে বাড়ছে যমুনার পানি। আবারও বন্যার শঙ্কায় সিরাজগঞ্জের নদীর তীরবর্তী মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানানয়, জেলার কাজীপুর পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এরই মধ্যে ভাঙন দেখা গেছে কাজীপুর, এনায়েতপুর ও চৌহালীতে।

আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, ভাঙন রোধে ২টি প্রকল্প পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরাদ্দ পেলেই স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।

Exit mobile version