Site icon Jamuna Television

ধর্ষণ মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

সিলেট এমসি কলেজে গণধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের এক নেতা। ছাত্রলীগ মহানগর উত্তর কমিটির সহসভাপতি সবুজ আল সাহাবার বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। পরিপ্রেক্ষিতে সবুজকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

এ ঘটনায় সবুজ আল সাহাবাকে পাঁচদিনের ও তার সহযোগী বিবি ফাতেমা ওরফে ঝুমুরকে তিনদিনের রিমান্ড দিয়েছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। দুপুর তিনটায় ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাহাবাসহ মামলায় দুই আসামিকে আদালতে তোলা হয়। পরে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণীকে নিয়ে নিজেকে ডাক্তার দেখানোর কথা বলে ঢাকায় নিয়ে আসে বিবি ফাতেমা। এরপর ওই তরুণীকে মিরপুরে সবুজ আল সাহাবার বাসায় নিয়ে যায়। পরে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। অভিযোগ পেয়ে গতকাল রাতে সবুজ আল সাহাবা ও তার সহযোগী বিবি ফাতেমাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version