Site icon Jamuna Television

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের সফল পরীক্ষার দাবি গ্লোব বায়োটেকের

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের সফল পরীক্ষার দাবি করেছে গ্লোব বায়োটেক। তারা জানায় তাদের গবেষণার এই সফলতা আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হয়েছে।

গতকাল আন্তর্জাতিক জার্নাল বায়োরেক্সিভে এ প্রতিবেদন প্রকাশ করা হয় বলে জানায় গ্লোব। তাতে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের এ্যানিম্যাল ট্রায়ালেও সফলতার কথা তুলে ধরা হয়েছে । নারায়ণগঞ্জের রুপগঞ্জে অ্যানিমেল ট্রায়াল চালায় গ্লোব বায়োটেক। ভ্যাকসিন প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে তারা।

তাদের দাবি, আন্তর্জাতিক প্রটোকল মেনেই চলছে কার্যক্রম। আর চূড়ান্ত সফলতা নিয়ে আগের মতই আশাবাদী এখানকার বিজ্ঞানীরা।

Exit mobile version