Site icon Jamuna Television

রাজস্থানকে হারিয়ে আইপিএল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কলকাতা

শক্তিশালী রাজস্থান রয়্যালসকে টানা দুই জয়ের পর ৩৭ রানের হার উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে নেট রানরেটে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা, পরের স্থানেই রাজস্থান। কলকাতার ১৭৪ রানের জবাবে ১৩৭ রানের বেশি করতে পারেনি রাজস্থান।

কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত মেকশিফট ওপেনার হয়ে যাওয়া সুনীল নারিন ইনিংস লম্বা করতে পারেননি এদিনও। নারিনের সাথে ৩৬, আর নিতিশ রানার সাথে ৪৬ রানের জুটিতে বড় স্কোরের প্রেক্ষাপট তৈরি করেন শুবমান গিল। জফরা আর্চারের শিকার হয়ে গিলের ইনিংস শেষ হয় ৪৭ রানে। আন্দ্রে রাসেলের ঝড়ো ২৪ আর ওয়েইন মরগানের অপরাজিত ৩৪ রানে ভর করে রাজস্থান রয়েলসের বিপক্ষে ১৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় কেকেআর।

জবাব দিতে নেমে মাভি-নাগরকাটি-কামিন্সদের তোপে ক্ষেই হারান স্মিথ-স্যামসন-বাটলার-উথাপ্পাররা। ৪২ রান তুলতেই ৫ উইকেটের দল রাজস্থান! রাহুল টেওটিয়াও পারেননি আরেকটি ঝলক দেখাতে । শুধু স্রোতের বিপরীতে অপরাজিত ফিফটি তুলে নেয়া টম কুরান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন রাজস্থানের ৩৭ রানের বড় হার।

Exit mobile version