Site icon Jamuna Television

উখিয়ায় বিজিবি’র অভিযানে ৭৯৮ ভরি স্বর্ণের বার উদ্ধার, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবির সদস্যরা সীমান্তের কাটাখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৭৯৮ ভরি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ ৩জন পাচারকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো, কক্সবাজার সদর উপজেলার ছৈয়দ আহমদের ছেলে মনির আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যং এলাকার নুরুল হকের ছেলে মামুনুর রশিদ (১৮), একই এলাকার ছৈয়দ নূরের ছেলে নুর মোহাম্মদ (৩৬)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টেকনাফ সীমান্তবর্তী কাটাখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি বার্মিজ স্বর্ণের বার জব্দসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের মূল্য ৫ কোটি ৩০ লক্ষ টাকা। তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণ ও আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version