Site icon Jamuna Television

করোনা: বিশ্বে আরও ৮ হাজারে বেশি মৃত্যু, নতুন শনাক্ত ৩ লাখ

এপ্রিলের পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। এখন মোট প্রাণহানি ছাঁড়ালো ১০ লাখ ২৭ হাজারের চৌকাঠ। নতুন করে করোনায় আক্রান্ত ৩ লাখের মতো। এরফলে, মোট আক্রান্ত পৌনে ৪ কোটির কাছাকাছি।

আর্জেন্টিনায় একদিনে ৩ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে, যা লাতিন দেশটির রেকর্ড। আর করোনা শনাক্ত ১৪ হাজারের বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ১১শ’র মতো মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি লাখো ছুঁইছুঁই। দেশটিতে আক্রান্ত ৬৪ লাখের মতো মানুষ।

৯১৫ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রেও প্রাণহানি ছাড়ালো দু’লাখ ১২ হাজার। এদিকে, ব্রাজিলে ৮ শতাধিক মানুষ করোনায় মারা গেছেন; মোট প্রাণহানি পৌনে দু’লাখের মতো।

নতুন গবেষণা-কার্যকরী ভ্যাকসিন উদ্ভাবিত হলেও; আগামী বসন্তের আগে স্বাভাবিক হচ্ছে না মহামারি পরিস্থিতি।

ইউএইচ/

Exit mobile version