Site icon Jamuna Television

বিশ্বনেতাদের আহ্বানের পরও চলছে আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ

বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ্বানের পরও বিরোধপূর্ণ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘাতের ৫ম দিনেও চলে পাল্টাপাল্টি মিসাইল হামলা।

নাগোরনো-কারাবাখের বাসিন্দারা জানান, মধ্যরাতে ড্রোন ব্যবহার করে চালানো হচ্ছে হামলা। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দখলকৃত অঞ্চলে আর্মেনীয় বাহিনীর বিরুদ্ধে রাতভর গোলাবর্ষণ চালিয়েছেন তারা।

আর্মেনীয় সেনাবাহিনীর দাবি, শত্রুদের সংঘবদ্ধ হামলা নস্যাৎ করা হয়েছে। টানা সংঘাতে আর্মেনিয়ার ১০৪ সেনা ও ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। আজারবাইজানের পক্ষ থেকে প্রাণহানির তথ্য জানানো না হলেও, প্রতিপক্ষের দাবি মারা গেছে ৮শ’র কাছাকাছি।

এদিকে, দ্বিতীয়দফায়, দু’পক্ষের শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

Exit mobile version