Site icon Jamuna Television

আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বিমান অফিসের সামনে

টিকিটের জন্য কারওয়ান বাজারের সাউদিয়া এয়ারলাইন্স ও মতিঝিলের বিমান অফিসের সামনে আজও জড়ো হয়েছেন সৌদি প্রবাসীরা। তবে ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম।

শুক্রবার সকাল ১০টা থেকে সাউদিয়া এয়ারলাইন্সের C সিরিয়ালের ১০০ টিকিট দেয়া হচ্ছে আজ। এছাড়া D ও E সিরিয়ালের ২০০ জনের মধ্যেও অনেকে টিকিট পাওয়ার আশায় উপস্থিত হয়েছেন সাউদিয়া এয়ারলাইন্সের সামনে। এছাড়া আগামী ৪ অক্টোবর ইয়োলো কালারের ১ হতে E-৩৫০ টি টোকেন দেয়ার কথা রয়েছে সাউদিয়া এয়ারলাইন্সের টিকিটের জন্য।

এদিকে, হঠাৎ টিকিট বিক্রি কমিয়ে দেয়ায় সিন্ডিকেট করার অভিযোগ তুলেছেন প্রবাসীরা।
তারা বলছেন, মোটা অংকের টাকার বিনিময়ে টিকিট পেয়ে যাচ্ছে অনেকে। ফলে সাধারণ প্রবাসীদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। টিকিট, ভিসা জটিলতা নিরসন ও আকামার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসীরা।

ইউএইচ/

Exit mobile version