Site icon Jamuna Television

আমার বন্ধুর জন্য শুভকামনা, করোনা আক্রান্ত ট্রাম্পকে মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্প টুইটারে এই বার্তা দেয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে তার ও তার স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট শেয়ার করেছেন মোদি।

শুক্রবার সকালে একটি টুইটবার্তায় মোদি বলেন, আমার বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির (মেলানিয়া ট্রাম্প) দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ট্রাম্পের উপদেষ্টা হিকস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টাইনে চলে যান।

ট্রাম্প টুইটে জানান, আমরা ইতোমধ্যেই কোয়ারেন্টাইনে চলে গেছি। সংক্রমণ সেরে উঠতে শিগগিরই আমরা চিকিৎসা প্রক্রিয়া শুরু করবো। এবং আশা করি আমরা শিগগিরই একসঙ্গে করোনা জয় করবো।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বয়স্কদের ঝুঁকিই সবচেয়ে বেশি। ৭৪ বছর বয়সী ট্রাম্প সেই বয়স শ্রেণিতেই পড়েছেন। আর মেলানিয়ার বয়স ৫০ বছর।

ইউএইচ/

Exit mobile version