Site icon Jamuna Television

যৌতুকের জন্য স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করলো স্বামী

রাজশাহীর গোদাগাড়িতে স্ত্রীকে এসিডে ঝলসে দিয়েছে স্বামী মুরাদ আলী। গতরাতে রানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিতার পরিবার জানায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী মাহবুবার উপর নির্যাতন চালাতো স্বামী মুরাদ আলী। টাকা না পাওয়ার ক্ষোভে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে সে। পরে গুরুত্বর অবস্থায় মাহবুবাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ঘটনার পর থেকে ট্রাক হেলপার মুরাদ ও তার পরিবার পলাতক।

Exit mobile version