Site icon Jamuna Television

ঝালকাঠিতে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীর ওপর হামলা

ঝালকাঠির স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজ ছাত্রী নাছরিন আক্তার সারা (১৭) প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরের ভেতরে ঢুকে তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরাম্যান পরিচয়দানকারী জুবায়ের আদনান (২২) এর বিরুদ্ধে।

শুক্রবার দুপুর একটার দিকে শহরের ফকিরবাড়ি সড়কে সারার বড় বোনের বাসায় অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত সারাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারা ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

শুক্রবার দুপুর একটার দিকে জুবায়ের আদনান ফকিরবাড়ি সড়কের সারার বড় বোন আখিনুরের ভাড়া করা বাসার দরজায় নক করে। দরজা খোলার সাথে সাথে আদনান সারার ওপর হামলা চালায়। মারধরের এক পর্যায়ে সারা জ্ঞান হারিয়ে ফেললে আদনান পালিয়ে যায়।

খবর পেয়ে বড়বোন ও প্রতিবেশীরা সারাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর থানায় নিয়ে আসে। সেখান থেকে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক মো. হাসিবুর রহমান অয়ন বলেন, মেয়েটির গলায় ও শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Exit mobile version