Site icon Jamuna Television

কয়েক ঘণ্টা পরেই বাফুফে নির্বাচন

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন। তার আগে নির্বাচন ঘিরে একে একে ঘটে চলছে নাটকীয় সব ঘটনা।

বাফুফে’র নির্বাচনে নাটকীয় মোড় নিয়েছে। কারণ সালাউদ্দিনের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বাদল-মানিক। ফলে ফাকা মাঠে গোল দেওয়ার হচ্ছে না তিন বারের সভাপতির।

সবশেষ সভাপতি পদে বাদল রায়ের নির্বাচনে নতুন করে ফিরে আসা জন্ম দিয়েছে নতুন আলোচনার। ফলে শনিবারের এই নির্বাচনে বর্তমান সভাপতি সালাহউদ্দিন নেতৃত্বে থাকা সম্মিলিত পরিষদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে বাদল-আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ।

নির্বাচনে সভাপতি, ৫ সহ-সভাপতিসহ ১৯ সদস্যের নির্বাহী কমিটি গঠনে ভোট দেবেন ১৩৯ ডেলিগেট। নিবার্হী কমিটির ২১টি পদের দুই প্যানেলের মোট প্রার্থী এবার ৪৭ জন। শনিবার সকাল ১০টায় শুরু হবে কংগ্রেস, এরপর ২টায় শুরু ভোট গ্রহণ।

Exit mobile version