Site icon Jamuna Television

চেন্নাইয়ের হারের হ্যাটট্রিক

দারুণ শুরুর পরও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সম্ভাবনা জাগিয়েও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ রানে হেরেছে চেন্নাই। আর এই হারের ফলে ২০১৪ সালের পর টানা ৩ ম্যাচে হারের স্বাদ বরণ করলো ধোনির দল।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে হায়দরাবাদ। ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন প্রিয়াম গার্গ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৭ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।

তবে ৪২ রান তুলতেই চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চেন্নাই। পরে ৭২ রানের জুটিতে হাল ধরেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। ৩৫ বলে ফিফটি করে আউট হন জাদেজা। ৪৭ রান করা ধোনির সাথে কুরানের ছোট্ট ক্যামিও আক্ষেপ বাড়িয়েছে দর্শকদের।

চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থস্থানে উঠে এসেছে হায়দরাবাদ। চার ম্যাচে এক জয় পাওয়া চেন্নাই তালিকায় তলানিতে।

Exit mobile version