Site icon Jamuna Television

নেইমারের জোড়া গোলে পিএসজি’র বড় জয়

নেইমারের জোড়া গোলে অ্যাঞ্জার্সকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এমবাপ্পে, ফ্লোরেন্সি, ড্রাক্সলার ও ইদ্রিসারা ১ টি করে গোল করেন।

ম্যাচের সাত মিনিটেই পিএসজিকে দারুণ এক গোলে এগিয়ে নেন ফ্লোরেন্সি। ৩৬ মিনিটে এম্বাপ্পের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন নেইমার। চার মিনিট পর অ্যাঞ্জার্সের হয়ে একটি গোল শোধ করেন ইসমায়েল ত্রাওরে।

এরপর ৫৭ মিনিটে ড্রাক্সলার, ৭১ মিনিটে ইদ্রিসা গেয়ি। ডি-বক্সের বাইরে থেকে তার ডান পায়ের জোরালো শট সফরকারী এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
৮৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠে এসেছে পিএসজি।

Exit mobile version