Site icon Jamuna Television

বিএনপির টিকে থাকা নিয়ে অনেকে শঙ্কিত: জিএম কাদের

ফাইল ছবি।

বিএনপির কিভাবে টিকে থাকবে তা নিয়ে অনেকের সংশয় আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে বিএনপির দশ কর্মীর যোগদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আছে। তারা কিভাবে টিকে থাকবে তা নিয়ে সংশয় আছে অনেকের।

অভিযোগ করে কাদের বলেন, বর্তমানে বাজার নিয়ন্ত্রণে নেই। কৃষক দর পায় না আবার ক্রেতাও কিনতে পারছে না। পেঁয়াজের দর নিয়ন্ত্রণে আরো জোরালো ভূমিকা দরকার ছিলো। চামড়া শিল্পকেও রক্ষা করতে পারছে না সরকার।

তিনি আরও বলেন, জাতীয় রাজনীতিতে সবচেয়ে সম্ভাবনাময় দল এখন জাতীয় পার্টি। বর্তমানে একদিকে পদ্মা সেতু হচ্ছে অন্যদিকে ধর্ষণ, দুর্নীতি অত্যাচার বেড়ে চলছে। বিএনপির বিরুদ্ধেও চাঁদাবাজি গুন্ডামির অভিযোগ কম নেই। এসব কারণেই মানুষের কাছে বিকল্প দল জাতীয় পার্টি।

তিনি বলেন, মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। ক্ষুধামুক্ত দেশ দেখতে চায় মানুষ। যেটি জাতীয় পার্টির পক্ষে সম্ভব। রিজার্ভ যাই দেখাই অর্থনৈতিক মন্দা আসতে পারে। তাই সবাই মিলে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

Exit mobile version