Site icon Jamuna Television

বাফুফে নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে’র বহুল আলোচিত নির্বাচনের। শেষ মুহূর্তে সভাপতি পদে বাদল রায়ের নির্বাচনে থাকার ঘোষণা জন্ম দিয়েছে নতুন আলোচনার। ফলে, এই নির্বাচনে বর্তমান সভাপতি সালাহউদ্দিনের নেতৃত্বে থাকা সম্মিলিত পরিষদ কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নির্বাচনে সভাপতি, ৫ সহসভাপতি’সহ ২১ সদস্যের নির্বাহী কমিটি গঠনে ভোট দেবেন ১৩৯ ডেলিগেটের মধ্যে ১৩৭ জন। নিবার্হী কমিটির ২১টি পদের দুই প্যানেলের মোট প্রার্থী এবার ৪৭ জন।

বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিনসহ নির্বাচনে অংশ নেয়া তার সম্মিলিত পরিষদের সবাই উপস্থিত হয়েছেন। আসলাম-মহীর নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের সদস্যদেরও দেখা মিলেছে ভোটের মাঠে। তবে, দেখা যায়নি সভাপতি প্রার্থী বাদল রায়কে।

Exit mobile version