Site icon Jamuna Television

বান্দরবানের নাফাখুমে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের থানছিতে নাফাখুম দেখতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার নাম কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)। নিখোঁজ জাকারুল ঢাকার উত্তরার ক্যান্টনমেন্ট এলাকার কাজী জহিরুল ইসলামের ছেলে।

আজ শনিবার সকালে জেলার থানছি উপজেলার দুর্গম নাফাখুম ঝরনায় যাওয়ার পথে নদী পার হতে গেলে প্রবল স্রোতে এ পর্যটক পানিতে ভেসে যায়। উদ্ধারে ওই এলাকায় বিজিবি ও স্থানীয় লোকজনদের অভিযান চলছে। ১৩ জনের একটি গ্রুপের বন্ধুদের সাথে এই পর্যটক বান্দরবানের থানছি উপজেলার নাফাখুম ঝর্নায় বেড়াতে গিয়েছিলেন।

গত ২ অক্টোবর ঢাকা থেকে পর্যটকদের এই দলটি বান্দরবানে বেড়াতে যায়। এখনো পর্যন্ত ওই পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত দুদিন থেকে সাঙ্গু নদীর অববাহিকায় প্রবল বৃষ্টির কারণে নাফাখুমসহ বান্দরবানের পাহাড়ি ঝরনা গুলো উত্তাল রয়েছে।

থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার জানান নাফাখুম ঝর্নায় ঢাকার পর্যটক নিখোঁজ হওয়ার পর সেখানে এখন উদ্ধার অভিযান চলছে।

ইউএইচ/

Exit mobile version