Site icon Jamuna Television

সভাপতি পদে ১ ভোট পেলেন মানিক; ভোট গণনা নিয়ে ক্ষোভ

বিশ্বাস ছিল ফুটবলের উন্নয়নের জন্য তার ওপরই আস্থা রাখবেন ভোটাররা। কিন্তু সে আশা পূরণ তো হলোই না বরং বাফুফের সভাপতি পদে মাত্র ১ ভোট পেয়েছে খ্যাতনামা কোচ শফিকুল ইসলাম মানিক। ৯৪ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বিজয়ীর হাসি হাসলেন কাজী সালাহউদ্দিন। অন্যদিকে, ৪০ ভোট পেয়েছেন অপর আলোচিত প্রার্থী বাদল রায়।

এবারের বাফুফে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করেছেন মানিক। তার অভিযোগ, তার কোনো এজেন্ট নেই। ভোট গণনার সময় নিজেই উপস্থিত থাকতে চেয়েছিলেন। তাকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। ক্ষুব্দ মানিক বলেন, ভোট গণনার রুমে আমি নিজেই থাকতে চেয়েছিলাম কিন্তু আমাকে থাকতে দেয়া হয়নি অথচ সেখানে উপস্থিত ছিলেন আরেক সভাপতি প্রার্থী কাজী সালাহউদ্দিন।

মানিক বলেন, আচরণবিধিতে আছে ভোটগ্রহণ এবং ভোট গণনার আগ মুহূর্ত পর্যন্ত কোনো প্রার্থী ওই রুমে থাকতে পারবে না। কিন্তু ভোট গণনার সময় কোন প্রার্থী উপস্থিত থাকতে পারবেন কিনা সেই বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যেহেতু আমার এজেন্ট নেই, আমি স্বতন্ত্র প্রার্থী এজন্য আমি সেখানে থাকতে পারি। বাফুফের বেতনভুক্ত কর্মচারীরা আমাকে বের করে দিয়েছে।

এ নিয়ে লিখিতভাবে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ১ ভোট পেয়ে চরম হতাশ এই কোচ।

Exit mobile version