Site icon Jamuna Television

সুশান্তের মৃত্যু ছিলো আত্মহত্যা: এআইআইএমএস

সুশান্ত সিং রাজপুত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) মেডিকেল বোর্ড। তারা এই অভিনেতার মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগকে অস্বীকার করেছেন। আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, এআইআইএমএসের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত বলেন, ছয় সদস্যের এই মেডিকেল বোর্ড ৩৪ বছর বয়সী সুশান্তের মৃত্যুর তদন্তকারী কেন্দ্রীয় তদন্ত বোর্ডের কাছে ‘বিষক্রিয়া এবং শ্বাসরোধ’ এর দাবি খারিজ করে দিয়েছেন।

ফরেনসিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকা গুপ্ত সাংবাদিকদের জানান, এটি আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনা। আমরা আমাদের তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কাছে জমা দিয়েছি। গলায় ফাঁস ছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। এছাড়াও সুশান্তের শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্নও ছিলো না।

প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লাশ উদ্ধার করে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version