Site icon Jamuna Television

চতুর্থ রাউন্ডেও দাপুটে জয় নোভাক জোকোভিচের

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেও দাপুটে জয় পেয়েছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। সরাসরি সেটে এই সর্বিয়ান হারিয়েছেন ড্যানিয়েল এলাহী গ্যালেনকে।

কলম্বিয়ার তরুন ড্যানিয়েল এলাহী গ্যালেনকে জোকোভিচ প্রথম সেটেই দেখিয়েছেন নিজের ঝলক। মাত্র ২৫ মিনিটের প্রথম সেটের লড়াইয়ে ৬-০ গেমের দাপুটে জয় তুলে নেন টুর্নামেন্টের হট ফেভারিট জোকোভিচ। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করেছেন ড্যানিয়েল, কিন্তু ঠিকই ৬-৩ গেমের জয় তুলে নেন শীর্ষ বাছাই জোকো। ১৮তম গ্রান্ডস্ল্যাম জয়ের লক্ষ নিয়ে টুর্নামেন্ট শুরু করা জোকো শেষ সেট জিতে নেন ৬-২ গেমে।

Exit mobile version