Site icon Jamuna Television

লকডাউনের পর প্রথম খুলল বিরিয়ানির দোকান, দেড় কি.মি লম্বা লাইন (ভিডিও)

লকডাউনের কারণে বন্ধ ছিল বিরিয়ানির দোকান। অনেকেই খেতে পারেননি তাদের এই পছন্দের খাবার। অবশেষে অনেক দিন পর বিরিয়ানির দোকান খুলে কর্তৃপক্ষ। এরপরই ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানি প্রেমীরা। দোকানের সামনে লাইন পড়ে যায় দেড় কিলোমিটার ধরে। এ ঘটনা ঘটে ভারতের বেঙ্গালুরুর কাবেরী নামের একটি বিরিয়ানির দোকানে সামনে। নিউজ ১৮।

যদিও লাইনে মানা হয়নি সোশ্যাল ডিসট্যান্সিং, স্বাস্থ্যবিধি।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় টুইটারে। সেখানেই দেখা যায় এই বিশাল লম্বা লাইন। তবে লাইনের অনেকটা অংশই দেখা যাচ্ছে না। প্রকৃতপক্ষে লাইনটি আরও লম্বা।

ভিডিওতে নিচে কেউ কেউ লিখেছেন, বিরিয়ানি না খেয়ে বেঁচে থাকার চেয়ে, খেয়ে মরে যাওয়া অনেক ভাল ।

Exit mobile version