Site icon Jamuna Television

সাউদিয়া এয়ারলাইন্সের টোকেন দেয়ার কার্যক্রমে চরম বিশৃঙ্খলা

সাউদিয়া এয়ারলাইন্সের টোকেন দেয়ার কার্যক্রম ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সকালে কারওয়ান বাজারে সাউদিয়ার কার্যালয়ের বিক্ষুব্ধ হয়ে ওঠেন রাত থেকে অপেক্ষায় থাকা প্রবাসীরা।

এক পর্যায়ে সোনারগাঁও হোটেলের গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন হাজারো সৌদি প্রবাসী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে সকাল ৯টার পর শুরু হয় টোকেন বিতরণ কার্যক্রম। টোকেন দিতে ধীরগতির কারণে সেখানেও ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। অবস্থান নেন হোটেলের লবির সামনে। তবে, চরম বিশৃঙ্খলার মাঝেও যারা টোকেন পাচ্ছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এর আগে, রাত থেকেই সাউদিয়া এয়ালাইন্স অফিসের সামনে জড়ো হতে থাকেন হাজারো টোকেন প্রত্যাশী। তাদের বেশিরভাগই প্রায় এক সপ্তাহ ধরে টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়াচ্ছেন।

Exit mobile version