Site icon Jamuna Television

৯ বছর পর আবারও সিলেট থেকে যুক্তরাজ্যে সরাসরি বিমান চলাচল শুরু

৯ বছর পর আবারও চালু হলো সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট । রোববার বেলা ১২ টার দিকে ২৩২ জন যাত্রী নিয়ে বিজি ০০১ ফ্লাইটটি ওড়াল দেয় আকাশে। প্রতীক্ষার অবসান ঘটে প্রবাসী অধ্যুষিত সিলেটের যাত্রীদের।

আজ সকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সিলেট ওসমানী বিমান বন্দরে সরাসরি ফ্লাইটের উদ্বোধন করেন।

উদ্বোধধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে এই মাসে দুটি ও নভেম্বর থেকে সপ্তাহে একটি করে ফ্লাইট চলবে এ রুটে। পরিস্থিতি স্বাভাবিক হলে সপ্তাহে আটটি ফ্লাইটের মধ্যে বেশির ভাগই সিলেট থেকে সরাসরি লন্ডনে যাবে বলে জানান তিনি। এর আগে ২০১১ সালে প্রথম ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালু হয় এর পর নানা সীমাবদ্ধতায় বন্ধ হয়ে যায় সেই ফ্লাইট।

৪৫২ কোটি টাকা ব্যয়ে রানওয়ের শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত করার পরই সিলেট থেকে সরাসরি বিমান চলাচল শুরু হলো।

Exit mobile version