Site icon Jamuna Television

ছেঁউড়িয়ায় লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান বন্ধ ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি:

বাউল সম্রাট ফকির লালন শাহের তীর্থ স্থান কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এবার বসছে না সাধুদের মিলনমেলা। রোববার বিকাল ৪টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন।

লালন শাহের তিরোধান দিবসে প্রতিবছর তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করে আসছিলো কুষ্টিয়া লালন একাডেমি। তবে করোনা পরিস্থিতির কারণে আগামী পহেলা কার্তিক (১৭ অক্টোবর) এবারের ১৩০তম তিরোধান দিবসের সকল আয়োজন বন্ধ ঘোষণা করেছে কুষ্টিয়া লালন একাডেমি।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার ও লালন একাডেমির সদস্য সচিব ও এনডিসি তাইফুর রহমান প্রমুখ।

ইউএইচ/

Exit mobile version