Site icon Jamuna Television

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট

রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারে আগুন

প্রতীকী ছবি।

চট্টগ্রামের কর্নফুলী এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গোল্ডেন সন পোশাক কারখানার ১০ তলা ভবনের কয়েকটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিকেল ৩ টায় কারখানা ছুটি হয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা ছিলো না বলে জানায় স্থানীয়রা। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Exit mobile version