Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামান্না ভাটিয়া

বলিউড ও দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’ খ্যাত এই তারকাকে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, কয়েক মাস আগে তামান্নার বাবা-মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে গিয়েছেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তামান্নার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে, অভিনেত্রীর ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে।

এর আগে গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন। তখন বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানান। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন লাস্যময়ী এই নায়িকা।

ইউএইচ/

Exit mobile version