Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরিফ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে পৌর শহরের শিমরাইকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ শিমরাইকান্দি এলাকার আজাদুর রহমানের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইলকান্দি এলাকার চাষি ভবনের সামনে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে আরিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, পুলিশ ট্রাকসহ ট্রাকচালককে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version