Site icon Jamuna Television

রাজবাড়ীতে কৃষককে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বকশীয়াবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রব ফকির (৩৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আব্দুর রব ফকির বালিয়াকান্দি উপজেলার বকশীয়াবাড়ি এলাকার মৃত আবুল ফকিরের ছেলে।

নিহতের ভাই মানিক ফকির বলেন, আমার আপন চাচাতো ভাই রবিউল ফকিরের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিলো। এরই জের ধরে রোববার বিকেলে তাদের গরু আমাদের ক্ষেতের ধান খেয়ে নষ্ট করছিলো। ওই সময় আমরা গরুকে তাড়িয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

তিনি বলেন, এতে আমার ভাই আব্দুর রব ফকির মারা যান। সেই সাথে আবুল ফকির, মিরাজ ফকির, মোজাহার মণ্ডল, আব্দুল আজিজ মণ্ডল, মানিক ফকির গুরুতর আহত হয়।

এ ঘটনায় অপর পক্ষের আশিক মণ্ডল, ইরশাদ ফকির, ও কাদের ফকির গুরুতর আহত হয়েছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/

Exit mobile version