Site icon Jamuna Television

বিশ্বজুড়ে ১০ লাখ ৪১ হাজার ছাড়ালো করোনাভাইরাসে প্রাণহানি

বিশ্বজুড়ে ১০ লাখ ৪১ হাজার ছাড়ালো করোনাভাইরাসে প্রাণহানি। ২৪ ঘণ্টায়ও মারা গেছেন আরও ৪ হাজারের ওপর মানুষ।

নতুনভাবে দু’লাখ ৪৮ হাজার মানুষের শরীরে মিললো কোভিড নাইনটিন। ফলে, মোট সংক্রমিত ৩ কোটি ৫৪ লাখের কাছাকাছি। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে এখনো ভারত।

রোববারও, ৯ শতাধিক মানুষের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩ হাজার ছুঁইছুঁই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৮ জনের মৃত্যু দেখলো মেক্সিকো। লাতিন দেশ ব্রাজিলেও ৩৬৪ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ৪৬ হাজার। যুক্তরাষ্ট্রে কিছুটা কমে দৈনিক মৃত্যুহার দাড়িয়েছে তিন শতাধিকে। দেশটিতে সোয়া দু’লাখ মোট প্রাণহানি। ইউরোপের দেশগুলো দেখছে মহামারির সেকেন্ড ওয়েভ।

Exit mobile version