Site icon Jamuna Television

হাসপাতালের বাইরে কর্মী-সমর্থকদের সাথে দেখা করলেন ট্রাম্প

হাসপাতালের বাইরে অপেক্ষারত কর্মী-সমর্থকদের সাথে সাক্ষাতে কিছুক্ষণের জন্য বাইরে এলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাড়িতে থাকা ট্রাম্পের মুখে এসময় মাস্ক লক্ষ্য করা যায়। তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, শারীরিক পরিস্থিতির উন্নতি হলে স্থানীয় সময় সোমবারই ছাড়তে পারেন হাসপাতাল। একইসাথে, তিনি নিয়মিত ব্রিফিংয়ে জানান- করোনা শনাক্তের পর থেকে ট্রাম্পের শরীরে অক্সিজেনের মাত্রা দু’বার কমে গিয়েছিলো। সেসময়, স্টেরয়েড ‘ডেক্সামেথাসন’ প্রয়োগ করা হয়।

চিকিৎসক দল আরও জানান, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। হাসপাতাল ছাড়লেও হোয়াইট হাউজে থেকে চিকিৎসা নেবেন। থাকবেন বিশেষ পর্যবেক্ষণে। তবে এখন পর্যন্ত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের শরীরিক অসুস্থতার কোন তথ্য পাওয়া যায়নি।

ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. শিন কোনলি বলেন, হালকা জ্বর অনুভূত হয়েছিলো। একইসাথে, কিছুটা কমে গিয়েছিলো অক্সিজেনের মাত্রা। সেসময়, স্টেরয়েড ডেক্সামেথাসন প্রয়োগ করা হয়। বর্তমানে উন্নতির দিকে তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ডিসচার্জ নিবো আমরা।

Exit mobile version