Site icon Jamuna Television

ঢাকা ৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাউদ্দিনের জামিন

বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা ৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদকে জামিন দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। সকালে মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে হাজির হন তিনি।

এরপর উভয়পক্ষের শুনানি শেষে বিচারক পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। ২০১৮ সালে শ্যামপুরে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে পুলিশ বাদি হয়ে মামলা করে।

তবে সালাউদ্দিন আহমেদের দাবি, ঢাকা ৫ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় তিনি আসামি ছিলেন না বলেও দাবি এই বিএনপি নেতার।

Exit mobile version