Site icon Jamuna Television

কাশিমপুরে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুরের কাশিমপুরে সাড়ে ৩ বছর বয়সের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নাজমুল হাসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গেলো রাতে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার সারদাগঞ্জ মাতাব্বর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হাসান গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফলগাছা এলাকার শহীদুল ইসলামের ছেলে । গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার আরিফ মাতাব্বরের বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে ওই
শিশু খেলা করতে নাজমুলের কক্ষে যাতায়াত করতো। শনিবার সকালে বাড়িতে একা
পেয়ে ওই শিশুকে যৌন নিপীড়ন করে নাজমুল হাসান। বিষয়টি জানতে পেরে শিশুটির মা কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত রাতে নামজুলকে গ্রেফতার করে পুলিশ।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব-এ- খুদা জানান, শিশুকে যৌন নিপীড়নের মামলায় নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে নাজমুলকে।

ইউএইচ/

Exit mobile version