যশোরের তিন উপজেলায় ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে নেমে ব্যতিক্রমী মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।
সোমবার সকালে ভবদহ পানি নিষ্কাষণ সংগ্রাম কমিটির উদ্যোগে মনিরামপুরের মশিয়াহাটি স্কুল মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন জলাবদ্ধ এলাকার কয়েকশো মানুষ। এসময় নেতৃবৃন্দ বলেন, জোয়ারের সঙ্গে আসা পলিতে অনেকটাই ভরাট হয়ে গেছে পানি নিষ্কাষণের একমাত্র মাধ্যম শ্রীহরী ও টেকা নদী। ফলে প্রতিবছর ভবদহে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রায় ১০ লাখ মানুষের গলার কাঁটা এখন ভবদহের জলাবদ্ধতা। সমন্বিত প্রকল্পের মাধ্যমে শিগগিরই জোয়ারাধার প্রকল্প চালুর দাবি জানান তারা।

