Site icon Jamuna Television

ভিসা চালু না থাকলেও ভারতে যাওয়ার সুযোগ দেয়া হবে: দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতের ভিসা চালু না থাকলেও তাকে সেখানে যাওয়ার সুযোগ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার সকালে আগরতলা থেকে আখাউড়া ইমিগ্রেশন হয়ে ঢাকায় আসার পথে তিনি এ কথা বলেন। তিনি জানান, করোনার মধ্যেও জরুরী প্রয়োজনে কেউ যদি ভারত যেতে চায় তাহলে তাকে যেতে দেয়ার ব্যবস্থা করা হবে।

দোরাইস্বামী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল শুরুর পর ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। সবসময়েই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ভৌগোলিক পরিমণ্ডলের কারণে বাংলাদেশের জনগণের গভীর সম্পর্ক রয়েছে। এসময়, দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা উন্নয়নে তিনি কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Exit mobile version