Site icon Jamuna Television

রাজস্থলীতে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে মৎস্য ব্যবসায়ী নিহত

রাঙ্গামাটির রাজস্থলীতে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মৎস্য ব্যবসায়ী জালাল উদ্দিন বাড়ির সামনে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলে জালালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এলাকাবাসী জানায়, নিহতের বড় ভাই সরোয়ার আলম একটি আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত। মূলত তাকেই হত্যা করতে এসেছিলো দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য নিহতের স্বজনরা আঞ্চলিক সংগঠন জেএসএসকে দায়ী করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

Exit mobile version