Site icon Jamuna Television

বলিউডে পা রাখলেন সুস্মিতা সেনের মেয়ে

এই বছরটা সুস্মিতা সেনের জন্য যেন আশীর্বাদ। তার প্রথম ওয়েব সিজির ‘আর্য’ খুব ভালো সাড়া পেয়েছে। আর এবার জানা গেলো সুস্মিতার মেয়ে রেনি সেন বলিউডে তার ক্যারিয়ার শুরু করছেন। খবর জিনিউজের।

খবরে বলা হয়, ২১ বছর বয়সী রেনি বলিউডে পা রাখছেন ‘সুত্তাবাজি’ ছবি দিয়ে। ৩ অক্টোবর এ ছবির শুটিং শুরু হয়েছে।

জানা গেছে, লকডাউন নিয়ে গড়ে উঠেছে ‘সুত্তাবাজি’ ছবির গল্প। একটি রক্ষণশীল পরিবারের সদস্যদের সঙ্গে মা এবং মেয়ের মতবিরোধ দেখানো হবে ছবিতে। নারীর ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরা হবে ছবিতে। মেয়ের ভূমিকায় থাকছেন রেনি। বাবা-মা’র চরিত্রে অভিনয় করেছেন, কমল ছাবরিয়া এবং রাহুল বোহরা।

‘সুত্তাবাজি’ ছবির মাধ্যমে ফিচার ফিল্মে অভিষেক হচ্ছে নির্মাতা কবির খুরানার। বেশ কিছুদিন ধরেই ছবি প্রি-প্রোডাকশনের ছবি শেয়ার করছেন তিনি। ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

ই্‌উএইচ/

Exit mobile version