Site icon Jamuna Television

সম্পর্ক জোরদার করতে ভারতীয় পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধানের মিয়ানমার সফর

মিয়ানমারের সাথে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে, দেশটিতে দু’দিনের সফরে গেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান এমএম নারাভানে।

সোমবার, মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সাথে সাক্ষাৎ করেন তারা। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান মিন অং লাইংয়ের সাথেও তাদের বৈঠকের কথা রয়েছে। চীনের সাথে চলমান সীমান্ত সংকট এবং ৮ নভেম্বর মিয়ানমারের জাতীয় নির্বাচনের আগে এ সফরকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে- ৫টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে নেইপিদোর সাথে সম্পর্ক এগিয়ে নিচ্ছে দিল্লি। এরইমাঝে, মিয়ানমারকে ১৪০ কোটি ডলার অনুদান দিচ্ছে ভারত। এর আগে, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের সমালোচনা করতে অস্বীকৃতি জানায় দিল্লি।

Exit mobile version