Site icon Jamuna Television

যশোরে ১৭ লাখ টাকা ছিনতায়ের ঘটনার প্রধান আসামিসহ দু’জন আটক

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে পুলিশের সামনে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের প্রধান আসামি ইয়াসির আরাফাত রাজু ও তার সহযোগী সোহেল শেখকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ টিম ঢাকার আদাবর এলাকা থেকে রাজুকে এবং নড়াইলের কালনা ঘাট এলাকা থেকে র‌্যাব সদস্যরা সোহেলকে আটক করে। আজ দুপুরে পুলিশ সুপার আশরাফ
হোসেন ছিনতাইয়ের ঘটনাস্থলেই এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

গত ২৯ সেপ্টেম্বর ছিনতাইয়ের পর থেকেই জেলা পুলিশের একাধিক টিম এই ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালিয়ে আসছিল। সেই অভিযানের ধারাবাহিকতায় রোববার ডিবি পুলিশ ঢাকার আদার এলাকা থেকে এই মামালার প্রধান আসামি ইয়াসির আরাফাত রাজুকে আটক করে। তার কাছ থেকে এ সময় লুণ্ঠিত ১ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাগুরার আড়পাড়া থেকে রাজুর মা মেহেরুন নেসাকে আটক এবং তার কাছ থেকে লুণ্ঠিত ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে। এই নিয়ে লুণ্ঠিত ১৭ লাখ টাকার মধ্যে ৯ লাখ টাকা উদ্ধার হলো।

পুলিশ জানায় এই মামলার প্রধান আসামি ইয়াসির আরাফাত রাজু শহরের মোল্যাপাড়া
আমতলার লিটন হোসেনের ছেলে। আর সোহেল শেখ শহরের ধর্মতলা খ্রিস্টানপাড়ার তবিবর শেখের ছেলে।

ইউএইচ/

Exit mobile version