Site icon Jamuna Television

মোম বা আগরবাতি নয়, সস্তা সিগারেট দিয়ে পূজো চলে অঘোরীর আশ্রমে

মোমবাতি বা আগরবাতি নয় বরং এখানে গুরুর পূজো দিতে হয় সস্তা সিগোরেট দিয়ে। কোনক্রমেই দামি সিগারেট দিয়ে পূজো দেয়া যাবে না।
যুগ যুগ ধরে এমটানই ঘটে আসছে ভারতের আহমেদাবাদের দধীচি ঋষির সমাধি ঘিরে গড়ে উঠা এক আশ্রমে। খবর ভারতীয় গণমাধ্যম জি২৪ নিউজ’র।

তবে সিগারেট না পেলে গোলাপ দিয়েও পূজো করা যায় এই মন্দিরে। সস্তা সিগারেটা বা গোলাপের বাহিরে অন্যকিছু দিয়ে গুরুর পূজো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যাতে দামি সিগারেট নিয়ে পূজো না দিতে পারে সেদিকেও কড়া নজর রাখে আশ্রম কর্তৃপক্ষ।

আম মনোবঞ্ছনা পূরণ করতে সেই নিয়মই মেনে আসছেন ভক্তরা। প্রতি বৃহস্পতিবার ভক্তদের ঢলে পরিপূর্ণ হয় অঘোরী দাদার সমাধির নিকট।

করোনা মহামারির কারণে লকডাউনের ফলে এই আশ্রমে ভক্তদের ভিড় কিছুটা কমলেও এখন আবার আগের মতেই জমে উঠেছে আশ্রম।

আশ্রমের ট্রাস্টির এক সেবক জানালেন, এই মন্দিরের একটাই নিয়ম, অঘোরী দাদাকে সস্তার সিগারেট দিয়ে পূজা করতে হবে। কোনো দামি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট সমাধির সামনে দেওয়া যাবে না।

এরআগে, গাঁজা বা চরস দিয়েও পূজো করা হতো। তবে অঘোরীরা প্রায়ই এসব পান করে নেশায় বুঁদ হয়ে থাকেন বলে নিষিদ্ধ করা হয়েছে গাঁজা ও চরস।

Exit mobile version