Site icon Jamuna Television

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মুন্সিগঞ্জে এক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার রাতে মুন্সিগঞ্জ সদর থানার পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর থানার মিরাপাড়া বৌবাজার এলাকা থেকে ৫০ পিছ ইয়াবা সহ মোঃ রোমান সরকারকে আটক করা হয়।

একই সময় ডিবি পুলিশের অন্য আরেকটি দল সদর থানাধীন চর সন্তোষ পুর এলাকা থেকে হায়দার আলীকে(৫৫) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। উভয়ের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে বলেও জানায় পুলিশ।

Exit mobile version