Site icon Jamuna Television

ভোট জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কিরগিজিস্তান

ভোট জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মধ্য এশিয়ার দেশ কিরগিজিস্তান। সোমবার রাজধানী বিশকেকে পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় ভবনের বেশ কিছু অংশে। রিমান্ড সেন্টারে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকেও বের করে আনে বিক্ষুব্ধ জনতা। এর আগে পুলিশের সাথে ব্যাপক সংঘাত হয় বিক্ষুব্ধ জনতার। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক মানুষ। রোববারের পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগের পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নির্বাচনে ১৬টি দল অংশ নিলেও, পার্লামেন্টে প্রবেশে ন্যূনতম সাত শতাংশ ভোট পাওয়ার শর্ত পূরণ করতে পেরেছে, মাত্র চারটি দল। যার তিনটি দলই প্রেসিডেন্ট সুরনবাই জিনবিকোভের ঘনিষ্ঠ। রুশপন্থি প্রেসিডেন্টের পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবি বিক্ষোভকারীদের।

Exit mobile version