Site icon Jamuna Television

দুর্দান্ত জয়ে শেষ আটে নোভাক জোকোভিচ

দুর্দান্ত এক জয়ে আরো একটি গ্রান্ড স্লামের শেষ আটে উঠলেন নোভাক জোকোভিচ। তিনি হারিয়েছেন রাশিয়ার কারেন কাচানোভকে।

এ নিয়ে রেকর্ড টানা ১১ বার ফরাসি ওপেনের শেষ আটে ৩৩ বছর বয়সী জোকোভিচ। ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠতে নোভাক ৬-৪, ৬-৩, ৬-৩ গেইমে হারান ১৫তম বাছাই কাচানোভকে। ১৭ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান আসরে এখন পর্যন্ত কোন সেট হারেননি। অথচ দুই বছর আগে প্যারিস মাস্টার্সের ফাইনালে জোকোভিচকে হারিয়েছিলেন কাচানোভ। পরের রাউন্ডে তিনি লড়বেন স্পেনের পাবলো কারেনো বুস্তা ও জার্মানির ডানিয়েল আল্টমায়ারের মধ্যে বিজয়ীর বিপক্ষে। এছাড়া প্রথমবারের মতো ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন গ্রিসের স্তেফানোস সিৎসিপাস।

Exit mobile version