Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন অসুস্থ থাকায় গতকাল তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় সোমবার করোনা পরীক্ষা করা হয়। আজ মঙ্গলবার সকালেই করোনা রিপোর্ট পজেটিভ আসে।

করোনা পরিস্থিতিতে গত কয়েক মাস শুটিং বন্ধ ছিল টলিউডে। সম্প্রতি ফের শুটিংয়ে ফেরেন সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজেকে নিয়ে তৈরি পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ তথ্যচিত্রে কাজ করছিলেন তিনি।

এর আগে বিখ্যাত মল্লিক পরিবারে থাবা বসিয়েছিল করোনা। কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল রানে সবাই কোভিডে আক্রান্ত হন। সেই সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Exit mobile version