Site icon Jamuna Television

মানুষের ত্বকে ৯ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকে করোনাভাইরাস!

কাঙ্খিত পরিবেশে প্রায় ৯ ঘণ্টা অবধি করোনাভাইরাস মানুষের ত্বকে জীবিত থাকতে পারে। এমনটাই দাবি করেছেন জাপানের Kyoto Prefectural University of Medicine।

গবেষকরা প্রাণী ও মানুষের স্কিনে করোনাভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে তা নিয়ে রিসার্চ করছিল। এই পরীক্ষায় দেখা গেছে ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের চেয়েও বেশিক্ষণ মানুষের ত্বকে বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। ত্বকে এতক্ষণ বেঁচে থাকে বলেই তা এত দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে আলাদা আলাদা পরিস্থিতিতে ত্বকের ওপর করোনাভাইরাসের বেঁচে থাকার মেয়াদ আলাদা হয়।

বিজ্ঞানীরা দাবি করেছেন, স্যানেটাইজার দিয়ে হাত ধোওয়ার চেয়ে সাবান ও জল দিয়ে হাত ধোয়া আরও বেশি জরুরি

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী পৃথিবীর মোট ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

Exit mobile version