Site icon Jamuna Television

সৌদি নাগরিকদের প্রতি সকল প্রকার তুর্কি বিনিয়োগ, পর্যটন ও পণ্য বর্জন করার আহ্বান

সৌদি নাগরিকদের প্রতি তুরস্কের তৈরি যে কোন পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে সৌদি চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আজলান আল আজলান। খবর মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ’র।

আজলান আল আজলান বলেন, তুরস্ক থেকে কোনও প্রকারের আমদানি, তুর্কি বিনিয়োগ ও পর্যটন বয়কট করা প্রতিটি সৌদি নাগরিকের প্রতি কর্তব্য।

তুরস্কের সংসদে আরব উপসাগরীয় অঞ্চলের কিছু রাষ্ট্র তুরস্কের প্রতি উস্কানিমূলক আচরণ করছে সেইসাথে এই অঞ্চলের শান্তিপূর্ণ অবস্থাকে ভারসাম্যহীন করতে সচেষ্ট রয়েছে এমন অভিযোগ তোলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ান বলেন, আল্লাহ’র শপথ করে বলছি, সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমাদের পতাকা এই অঞ্চলে পতপত করে উড়বে।

এই বক্তব্যের পরই ক্ষুদ্ধ হয় সৌদিসহ আরব উপসাগরীয় অঞ্চলের নেতারা। এর প্রেক্ষিতেই এমন আহ্বান জানান সৌদি চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আজলান আল আজলান।

এক টুইটার পোস্টে আজলান বলেন, তুর্কি পণ্য বর্জনের মাধ্যমেই আমাদের নেতাদের প্রতি তুরস্কের উদ্যত মনোভাবের জবাব দিতে হবে।

Exit mobile version