Site icon Jamuna Television

সাতক্ষীরায় ব্যতিক্রম আয়োজনে লুডু টুর্নামেন্ট!

নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে ব্যতিক্রম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লুডু টুর্নামেন্ট। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে সোমবার দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল টেলিভিশন।

আয়োজকরা জানান, গ্রামবাসীর ঐক্য ধরে রাখতে প্রতিবছরই তারা নানা ধরনের খেলার আয়োজন করেন। এ বছর তারা ব্যতিক্রমী লুডু খেলার প্রতিযোগিতার আয়োজন করেন। পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মোট ১৬ টি দল এই খেলায় অংশগ্রহণ করে। তবে অংশগ্রহণকারীরা ছিলেন সবাই পুরুষ।

Exit mobile version