
প্রতীকী ছবি।
রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দমকল কর্মীরা বেলঘড়িয়া দেওয়ানপাড়ার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
মৃত ১৩ বছর বয়সি আরমিন আক্তার শেলী বেলঘড়িয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং ৮ বছর বয়সি জিসা বেলঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানিয়েছে, বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হয়ে দেওয়ানপাড়া ছোট পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেয়ে জিসা তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে শেলীও ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পুকুরে নামেন। এক ঘণ্টা পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
 
				
				
				
 
				
				
			


Leave a reply