Site icon Jamuna Television

স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়িতে শিক্ষকের বিরুদ্ধে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল লংগদু থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা। লংগদু থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম পলাতক রয়েছে।

ভুক্তভোগীর মা বলেন, গত ২৫ সেপ্টেম্বর সকালে নিজেদের ছাগল খুঁজতে করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের দিকে যান তার মেয়ে। এ সময় প্রধান শিক্ষক আব্দুর রহিম তার মেয়েকে লেবু নিয়ে যাওয়ার কথা বলে বিদ্যালয়ে ডাকেন। মেয়েটি বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করতেই কক্ষের দরজা বন্ধ করে ধর্ষণ করেন। পরে এ ঘটনাটি কাউকে না জানানো এবং জানালে প্রাণনাশের হুমকি দেন আব্দুর রহিম।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, এ ঘটনায় লংগদু থানায় মামলা নেয়া হয়েছে। পুলিশ অপরাধীকে ধরতে চেষ্টা চালাচ্ছে।

Exit mobile version