Site icon Jamuna Television

আরব ইসরায়েল চুক্তির সমালোচনা করায় ফিলিস্তিনিদের নিন্দায় সৌদি প্রিন্স

ইসরায়েলের সাথে আরব আমিরাত ও বাহরাইনের শান্তি চুক্তির সমালোচনা করায় এবার ফিলিস্তিনিদের সমালোচনা করলেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স বন্দর বিন সুলতান বিন আবদুল আজিজ।

সোমবার সৌদি গণমাধ্যম আল-আরাবিয়াহ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমালোচনাকে তিরস্কারযোগ্য ও সীমালঙ্ঘন বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ফিলিস্তিনি সংকট একটি ন্যায়সঙ্গত সংকট হওয়া সত্ত্বেও ফিলিস্তিনিরা তা সমাধান করতে ব্যর্থ। কিন্তু ইসরাইল বিষয়টিকে সফলতার প্রমাণ দিয়েছে। অথচ বিগত ৭০ বছর ধরে ফিলিস্তিনি নেতারা ঐতিহাসিকভাবে কিছু আলোচনা জিইয়ে রেখেছেন। যাতে তাদের খেসারত দিতে হয়।

তাদের এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রবীণ ফিলিস্তিনি আলোচক হানান আশরাইও এই চুক্তিকে বেইমানি বলে আখ্যা দেন।

Exit mobile version